নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল রবিবার ২৪ এপ্রিল, বরিশাল প্রেসক্লাব ভবনে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব কর্তৃক তাদের প্রয়াত সহকর্মীদের উদ্দেশ্যে স্বজন স্বরণে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
স্বজন স্বরণে আয়োজিত উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার অংশগ্রহণ করেন।
এসময় তিনি, এ ধরনের একটি আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দিন হায়দার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক বৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ।
বরিশাল প্রেসক্লাবের স্বজন স্বরণে ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিএমপি কমিশনারের অংশগ্রহণ
👁️ 21 News Views
