আপনাদের সন্তান স্কুল,কলেজে ক্লাস করছে না আড্ডা দিচ্ছে,খোজঁ নিতে নড়াইল পুলিশ সুপারের আহব্বান

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
স্কুল,কলেজ চলাকালে বা কোচিং টাইমে আপনার সন্তান ঠিক মত ক্লাস করছে কি না,বা স্কুল কলেজ ফাঁকি দিয়ে অন্য কোথাও গিয়ে আড্ডা দিচ্ছে কি না,তা খেয়াল করুন বা নজঁর রাখুন।আপনার সন্তান স্কুল,কলেজ,কোচিং ফাকি দিয়ে পার্ক বা রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে কি না,এটার খোজঁখবর নিন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ,তাই শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য আসুন সবাই মিলে সন্তাদের খোজঁখবর নিয়ে সন্তানদের মানুষের মত মানুষ করি বলেও জানান,নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) আরো জানান,স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের স্কুল,কলেজ ও কোচিং টাইম এ কি করছে বা স্কুল কলেজ বা কোচিং এ ক্লাস করছে কি না খোজঁখবর নিতে হবে।আপনার সন্তান’রা স্কুল কলেজ ফাকি দিয়ে পার্ক বা রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে কি না খোজঁখবর নিন এবং আপনাদের সন্তানদের ফ্রি টাইমে খেলাধুলা করতে মাঠে নিয়ে যান,পড়াশোনার পাসাপাসি খেলাধুলা করলে মন মানসিকতা ও সরির ভালো থাকবে এবং মাদক সেবন থেকে দুরে থাকবে বলেও গার্ডিয়ানদের প্রতি আহব্বান জানান।
যেকোন পুলিশি সহযোগিতার জন্য নড়াইল জেলা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন- ০১৩২০১৪৭০৯৮ বা ৯৯৯ এ যোগাযোগ করে সেবা নিন।
ধন্যবাদান্তে,প্রবীর কুমার রায়,পিপিএম (বার),পুলিশ সুপার,নড়াইল।
যোগাযোগ মোবাইল নাম্বার- ০১৩২০১৪৬১০০


বিজ্ঞাপন
👁️ 6 News Views