দূর্গম পাহাড়ে সৈনিকদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন সেনাপ্রধান

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ১০ জুলাই, খাগড়াছড়ির দূর্গম পাহাড়ে সৈনিকদের সাথে ঈদের আনন্দ উপভোগ করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ।

সৈনিকদের মনোবল চাঙ্গা রাখতেই তিনি বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি রিজিয়নের অধীন রাঙ্গামাটি জেলার বাঘাইহাট সেনা জোনে হেলিকপ্টারে করে আসেন।

এ সময় তিনি বলেন, দুর্গম পাহাড়ে অত্যন্ত ঝুকি নিয়ে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। আপনাদের মনোবল বৃদ্ধি করতে ঈদের দিনে তাদের পাশে এসে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান ও ধন্য মনে করছি। বাংলাদেশ সেনাবাহিনী দেশে বিদেশে সুনামের সহিত কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে জীবনের ঝুকি নিয়ে আত্মীয়স্বজন থেকে দূরে থেকে যারা দায়িত্ব পালন করছেন এই শুভ দিনে তাদের অভিবাবক হিসেবে দেখতে এসেছি।

এসময় তিনি সৈনিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি খাগড়াছড়ির দীঘিনালা সেনানিবাসে যান। সেখানে সৈনিক ও অফিসারদের সাথে মধ্যাহ্নভোজে যোগদেন।


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *