নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের দায়ে ১ জন পর্ণোগ্রাফার গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল ৫ আগস্ট, আনুমানিক ৯ টা ৪০ মিনিটের সময় র‌্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ইছাপুরা বাজারে ‘সাজেদা টেলিকম’ নামক দোকানে পর্ণোগ্রাফি বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে পর্ণোগ্রাফার শাহ আলম সরকার (৩০), পিতা-মৃত মজিবর রহমান সরকার, জেলা- নারায়ণগঞ্জ’কে আটক করে।

এসময় গ্রেফতারকৃত আসামীর দোকান তল্লাশী করে পর্ণোগ্রাফি সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি সিপিইউ, ১ টি হার্ডডিক্স, ১টি র‌্যাম, ১ টি মনিটর, ১ টি মাউস, ১ টি কিবোর্ড, ১২ টি কার্ড রিডার, ১টি এ্যাডাপ্টর, ২ টি ক্যাবল, ৫ টি মেমোরী কার্ড, ১ টি মোবাইল ফোন এবং ২ টি সীম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতার কৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ইছাপুরা বাজারে‘সাজেদা টেলিকম’ নামক দোকানে মোবাইলের চার্জার, মেমোরী কার্ড, মোবাইল রিচার্জ ব্যবসার আড়ালে কম্পিউটারের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সী বিভিন্ন পেশার তরুণদের মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারে বিভিন্ন প্রকার পর্নো ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবারহ করে আসছিল মর্মে স্বীকার করে।


বিজ্ঞাপন
👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *