গাজীপুরে ১৫ মামলার আসামি ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থেকে ১৫ মামলার এক আসামিকে শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এশরারনগর হাউজিং সোসাইটির সামনে থেকে ৫০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

গতকাল শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শ্রী আনন্দ দাস (৩৫) টাঙ্গাইলের মধুপুর থানার কুড়ীবাড়ি গ্রামের শ্রী সূর্য চন্দ্র দাসের ছেলে।
তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর, কালিহাতি, সাটুরিয়া, মধুপুর, ভালুকা, মানিকগঞ্জ ও কোনাবাড়ী থানায় হত্যা, মাদক, দাঙ্গা সহ ১৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এশরারনগর হাউজিং সোসাইটির সামনে থেকে ৫০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি কোনাবাড়ী এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১৫টি মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


বিজ্ঞাপন
👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *