পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ৮ আগস্ট, ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। অধিবেশনে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ডাঃ এ কে আব্দুল মোমেন এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
উদ্বোধনী বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, সচিব (পূর্ব), পররাষ্ট্র মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানা রাকা, অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং এম নজরুল ইসলাম, সভাপতি, অল ইউরোপিয়ান আওয়ামী লীগ।


বিজ্ঞাপন
👁️ 2 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *