সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

Uncategorized অন্যান্য

মোস্তাফিজুর রহমান,জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হিমু (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত হিমু উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর হেলেঞ্চাবাড়ী গ্রামের হুরমুজ আলীর মেয়ে। মঙ্গলবার(১৬ আগস্ট) দুপুরে চর হেলেঞ্চাবাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর হেলেঞ্চাবাড়ী গ্রামে সহপাঠীদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় হিমু।

নিখোঁজ হওয়ার প্রায় আধা ঘণ্টা পর স্থানীয়রা হিমুকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হিমু স্হানীয় মোনালিসা কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শিশুটির মৃত্যুতে নিহতের পরিবারসহ চর হেলেঞ্চাবাড়ী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।বিষয়টি কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন
👁️ 6 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *