নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ১৮ আগস্ট ৪ টা ১০ মিনিটের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কোতোয়ালী থানাধীন তুলাতলী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করতেছে।
তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থল গোয়ালপাড়া, তুলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে মোঃ বাবু (২৮) এবং মোঃ সালাহউদ্দিন (২১) এর হেফাজত হইতে ২.৫ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত মোঃ বাবু (২৮) এর বিরুদ্ধে ০১টি মাদক আইনের মামলা এবং গ্রেফতারকৃত মোঃ সালাহউদ্দিন(২১) এর বিরুদ্ধে ২টি ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।

👁️ 25 News Views
