কুটনৈতিক বিশ্লেষক ঃ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ এবং মাছ চুরির অভিযোগে বঙ্গোপসাগরে ৩১ ভারতীয় জেলে আটক।
বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের পানিসীমা থেকে ৩১ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।
কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সমুদ্রের পশ্চিম আইএমবিএল হতে ৭৭ নটিক্যাল মাইল অদূরে বাংলাদেশের পানিসীমায় প্রবেশ করা এফভি মঙ্গল চান্দী-২৫ এবং এফভি মঙ্গল চান্দী-৩ নামক ফিশিং বোটের জেলেদের আটক ও বোট দুইটি জব্দ করে। কোস্টগার্ডকে দেখে পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।
জব্দকৃত ট্রলার এবং আটক জেলেদের বিরুদ্ধে অনুপ্রবেশ এবং সামুদ্রিক সম্পদ লুন্ঠনের কারণে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

👁️ 8 News Views
