সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার এর শাহাদাত বার্ষিকী পালিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর, বাংলাদেশ বিমান বাহিনী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লীডার মফিজুল হক এর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করেছে। এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভুমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমান বাহিনী বিনির্মাণে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা এই বীর মুক্তিযোদ্ধাকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে। এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ০১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। উল্লেখ্য, উক্ত দুর্ঘটনায় একই সাথে স্কোয়াড্রন লীডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন।

বাংলাদেশ বিমান বাহিনী দিবসটি পালনের উদ্দেশ্যে সকল ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহতাআলার কাছে প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও বেসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু মরহুমদ্বয়ের কবরে ফাতেহা পাঠের আয়োজন করে।দোয়া মুনাজাত ও ফাতেহা পাঠে বা বি বা ঘাঁটি বঙ্গবন্ধু-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং ঘাঁটির অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাগণ যোগদান করেন।


বিজ্ঞাপন
👁️ 10 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *