এবার স্ত্রীকে মারধর করলেন স্টোকস!

ক্রিকেট খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস আর তার স্ত্রীর ছড়িয়ে পড়া এক ছবি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে গিয়েছিলেন স্টোকস।


বিজ্ঞাপন

গত ২ অক্টোবর ওই অনুষ্ঠানের একটি ছবি ছড়িয়ে দেয় ব্রিটিশ-আইরিশ ওয়েবসাইট ‘গুইদো ফকস’। যেখানে দেখা যায়, ঠিক মার দেয়ার ভঙ্গিতে স্ত্রীর গলা এক হাত দিয়ে চেপে ধরে আছেন স্টোকস। তার স্ত্রী ক্লারে স্টোকসও বাঁচার চেষ্টায় তার হাত দিয়ে স্বামীর হাত সরানোর চেষ্টা করছেন।

ওই ছবিটি ছড়িয়ে পড়ার পরই গুঞ্জন ওঠে, ইংলিশ অলরাউন্ডার এবার স্ত্রীকে মারধর করেছেন।


বিজ্ঞাপন

তবে এই ছবি ছড়িয়ে দিয়েছে তাদের ওপর খেপেছেন স্টোকস পত্নী ক্লারে।ননসেন্স।


বিজ্ঞাপন

তার দাবি, এটা নিছকই মজা ছিল। মাঝেমধ্যে স্বামীর মুখে চেপে ধরে এমন মজা করেন তিনিও।

👁️ 33 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *