আমার বাগদান ভাঙেনি

বিনোদন

বিনোদন ডেস্ক : বাগদানের ৫ মাস না পেরোতেই ভেঙে গেল জলির বিয়ে। ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর বাগদান সারেন, কিন্তু বিয়ের আগেই ভাঙ্গনের বাজনা বাজে। এরকম খবরই রোববার সকাল সকাল দেশের প্রথম শ্রেণির গণমাধ্যমগুলো ফলাও করে প্রকাশ করে।


বিজ্ঞাপন

কিন্তু চিত্রনায়িকা জলি দাবি করেছেন, খবরটিকে ভিত্তিহীন। বলেন, ‘এই সংবাদ দেখে আমি বেশ অবাক হয়েছি। এই সংবাদের কোনো ভিত্তি নেই। এটি ভিত্তিহীন একটি খবর। ‘আমাদের বাগদান ভাঙেনি, কোনো মান-অভিমানও হয়নি। সব কিছু স্বাভাবিক আছে।’

এমন গুজব না ছড়াতে অনুরোধ করে জলি বলেন, ‘এমন গুজব ছড়ালে আমারই ক্ষতি। এ সংবাদ শ্বশুরবাড়ির লোকজনদের নজরে এলে, তারা বিষয়টি ভালোভাবে নেবেন না। দয়া করে এসব গুজব ছড়াবেন না।’


বিজ্ঞাপন

অন্যদিকে জানা যায়, বাগদান ভেঙে যাওয়ার কথা গণমাধ্যমের কাছে নাকি নিজেই স্বীকার করেছিলেন জলি। তিনি বলেছিলেন, বাগদানের পর তার আর আরাফাতের মধ্যে সম্পর্ক নাই। তাদের মধ্যে যোগাযোগ নেই।


বিজ্ঞাপন

সে প্রসঙ্গে প্রশ্ন রাখলে জলি বলেন, ‘দুজনের মধ্যে যোগাযোগ নেই, কথাটা সে সময় মজা করেই বলেছিলাম। পৃথিবীর সব সম্পর্কের মধ্যেই মান-অভিমান হয়। আমাদের দুজনের মধ্যেও হালকা একটু মান-অভিমান হয়েছিল, সিরিয়াস কিছু না। কিন্তু সেই মান-অভিমান তো দুজনের সম্পর্ক ভাঙনের পর্যায়ে যায়নি। কয়েক দিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে গেছে।’

আরাফাত রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে স্নাতকে পড়ছেন তিনি। পাশাপাশি বাবার ব্যবসা দেখাশোনা করেন বলে জানিয়েছিলেন জলি।

উল্লেখ্য, ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অঙ্গার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন জলি। এরপর ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমা মুক্তি পায়। এছাড়া ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং শেষ করে রয়েছে মুক্তির অপেক্ষায়।

👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *