বহিরাগত যে কোন হুমকি মোকাবেলায় প্রস্তত থাকার নির্দেশ দিলেন সেনা প্রধান

Uncategorized জাতীয়



নিজস্ব প্রতিবেদক ঃ বহিরাগত যে কোন হুমকি মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তত থাকার নির্দেশ দিলেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

চট্রগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কয়েকটি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদানের সময় তিনি সেনাসদস্যদের এই নির্দেশনা প্রদান করেন।

গৌরবোজ্জল ঐতিহ্যের ধারক ও বাহক ইউনিটসমূহ বাংলাদেশ সেনাবাহিনী তথা দেশ মাতৃকার সেবায় বিশেষ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকান্ডে সাফল্যের স্বীকৃতিস্বরূপ একটি ইউনিট বা রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, ২৪ বীর, ২৭ বীর, ২৮ বীর, ৩০ বীর, ৩১ বীর, ৩২ বীর এবং ৩৩ বীর আজকের কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির নিকট হতে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।(সুত্রঃ ডিফেন্স রিসার্চ ফোরাম)


বিজ্ঞাপন
👁️ 5 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *