খুলনায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

Uncategorized অন্যান্য


পিংকি জাহানারা ঃ বুধবার ১৪ ডিসেম্বর।শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামস ৩০ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করে। পাক হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূণ্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।তাদের (পাকিস্তানি হানাদার বাহিনী) উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর যেন বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাড়াতে না পারে তা নিশ্চিত করা।

বুদ্ধিজীবীদের হত্যার দুইদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজীর নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে খুলনা মহানগরীর গল্লামারী বধ্যভূমিতে আধুনিক স্থাপত্য শৈলীর স্বাধীনতা স্মৃতিস্তম্ভে বুধবার (১৪ ডিসেম্বর, ২০২২) রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং খুলনা মহানগর ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *