৭ থেকে ১৪ ফেব্রুয়ারি: কবে কোন ‘ডে’ জানা আছে তো?

Uncategorized অন্যান্য



শামীমা নাসরিন লিপা ঃ ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি: কবে কোন ‘ডে’ জানা আছে তো? মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন’স উইক বা ভালোবাসা সপ্তাহ। যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এর মধ্য দিয়ে।

ভালোবাসা সপ্তাহের এক এক দিনের অর্থ আলাদা । কোনোটি হাগ ডে আবার কোনোটি প্রোপোজ ডে। সব শেষে আসবে ভ্যালেন্টাইন’স ডে। আপনার জানা আছে তো কবে কোন ‘ডে’?

জানা না থাকলে প্রিয় মানুষটাকে কীভাবে মনের কথা জানাবেন, কীভাবেই বা উপহার দেবেন? সুতরাং জেনে নিন, ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি কবে কোন ‘ডে’।
রোজ ডে- ৭ ফেব্রুয়ারি
ভালোবাসার সপ্তাহটি রোজ ডে অর্থাৎ গোলাপ দিবসের মাধ্যমে শুরু হয়।

গোলাপ দিবস উদযাপন করার কারণ হলো, গোলাপকে ভালোবাসার একটি চিহ্ন হিসেবে ধরা হয়। গোলাপ দিবসে কেবল প্রেমিক-প্রমিকারাই তাদের সঙ্গীকে ফুল দেন না, যেকেউ তার প্রিয় মানুষটাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। তবে, গোলাপের রঙ অবশ্যই সঠিকটি বেছে নেওয়া দরকার। কেননা গোলাপ ফুলের প্রতিটা রঙের অর্থ কিন্তু আলাদা। এ বছর গোলাপ দিবস পড়েছে মঙ্গলবারে।

প্রোপোজ ডে- ৮ ফেব্রুয়ারি
নাম দেখেই বোঝা যাচ্ছে ভালোবাসা সপ্তাহের দ্বিতীয় দিনটি হলো, প্রস্তাব দেওয়ার দিন। এটি ভালোবাসা সপ্তাহের সবচেয়ে রোমান্টিক দিন। এদিন প্রেমিক-প্রেমিকারা নিজেদের ভালোবাসার প্রকাশ করেন একে অপরের সামনে।
প্রোপোজ ডে-তে ভালোবাসার মানুষের সামনে নিজের মনের লুকানো কথাটা জানিয়ে দিন। এ বছর প্রপোজ ডে বুধবারে।

চকলেট ডে- ৯ ফেব্রুয়ারি
চকলেট দিবস ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিন। এই দিনটি সম্পর্কের বন্ধনকে ঠিক চকলেটের মতোই মিষ্টি করে তোলে।
কেবল প্রেমিক-প্রেমিকারা একে অপরকে নয়, চকোলেট ডে-তে যেকেউ তার প্রিয় মানুষকে চকলেট উপহার দিতে পারেন।

টেডি ডে- ১০ ফেব্রুয়ারি
এই বিশেষ দিনে পছন্দের মানুষকে টেডি বিয়ার উপহার দিতে পারেন। ছোট বড় নানা মাপের টেডি বিয়ার পাওয়া যায় বাজারে। পছন্দমতো কিনে নিন আর উপহার দিন।
এ বছর টেডি ডে শুক্রবারে পড়েছে। প্রমিজ ডে- ১১ ফেব্রুয়ারি ভালোবাসার সপ্তাহের পঞ্চম দিন হলো প্রমিজ বা প্রতিশ্রুতি দিবস।

যেকোনো সম্পর্কে সঙ্গীদের একে অপরের কাছে কিছু জিনিসের অঙ্গীকারবদ্ধ থাকা খুবই জরুরি। এই বিশেষ দিনে আপনিও আপনার সঙ্গীর কাছে কিছু প্রমিজ করতে পারেন। তাতে সম্পর্ক আরও মজবুত হবে।

হাগ ডে- ১২ ফেব্রুয়ারি
এ দিনে আপনার প্রিয়জনকে একটি কোমল আলিঙ্গন দিন, তাকে চিরকালের জন্য যে ভালোবাসেন তা জানান তাকে। তবে অবশ্যই তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নয়। এ বছর এই দিনটি রবিবারে।
কিস ডে- ১৩ ফেব্রুয়ারি
ভালোবাসার সপ্তাহের সপ্তম দিনটি চুম্বন দিবস হিসাবে পালিত হয়। জড়িয়ে ধরার মতোই ভালোবাসা প্রকাশের আরেক ধরন চুম্বনও বটে। এবারে এই দিনটি সোমবারে পড়েছে। ভ্যালেন্টাইন’স ডে- ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স সপ্তাহের শেষ দিন হলো, বহুল প্রতীক্ষিত ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় এই দিনটিকে। এ বছর ভ্যালেন্টাইন’স ডে মঙ্গলবার।


বিজ্ঞাপন
👁️ 2 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *