পাকিস্তানকে দেউলিয়া ঘোষণা!

Uncategorized আন্তর্জাতিক



কুটনৈতিক বিশ্লেষক : অবশেষে আশঙ্কাই সত্যি হল। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করে দিলেন নিজেদের দেউলিয়া হবার খবর।

শিয়ালকোটে একটি সম্মেলনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তথা পাকিস্তান মুসলিম লীগ (এন) নেতা খাজা আসিফ জানিয়েছেন, যা শোনা যাচ্ছে তাই ঠিক।
পাকিস্তান এই মুহূর্তে দেউলিয়া আমরা এখন এক দেউলিয়া দেশের বাসিন্দা।

চলমান অর্থনৈতিক সংকটের জন্য ক্ষমতাচক্র, আমলাতন্ত্র ও রাজনীতিকদের দায়ী করেন খাজা আসিফ। বলেন, গত ৩৩ বছরের তিনি পাকিস্তানের সংসদ সদস্য, কিন্তু এর মধ্যে ৩২ বছর ধরেই রাজনীতির অবক্ষয় দেখছেন।

পাকিস্তানের দামি সরকারি জমিতে যে দুটি বিলাসবহুল গলফ কোর্স আছে, সে দুটি বিক্রি করলে দেশটির এক-চতুর্থাংশ ঋণ পরিশোধ করা সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি। (তথ্য সূত্র ডিফেন্স রিসার্চ ফোরাম)


বিজ্ঞাপন
👁️ 8 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *