কুটনৈতিক বিশ্লেষক : শুরু হয়েছে দেশে পারমাণবিক জ্বালানী ইউরেনিয়াম আনার কার্যক্রম। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের নিউক্লিয়ার ফুয়েল লোড করার কার্যক্রম শুরু হয়েছে।
চলতি বছরের অক্টোবর নাগাদ রাশিয়া বাংলাদেশকে ইউরেনিয়ামের প্রথম চালান সরবরাহ করবে। রাশিয়া থেকে বিমানে করে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে পৌছুবে।
এ লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা পরিস্হিতি পর্যবেক্ষণ করছে। বিমান বন্দর থেকে বিশেষ ব্যবস্হায় ইউরেনিয়াম এর চালান রুপপুর পারমাণবিক কেন্দ্রে যাবে।
ফুয়েল রিলোড করার জন্যে ইতোমধ্যেই নিউক্লিয়ার ফুয়েল স্টোরেজে বিল্ডিং এ দুটি ওভারহেড ক্রেন স্হাপন সম্পন্ন হয়েছে। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)

👁️ 9 News Views
