শরীয়তপুর জেলায় তিন থানার নতুন ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Uncategorized জাতীয়


নিজস্ব প্রতিবেদক ঃ শরীয়তপুরের ডামুড্যা থানার নবনির্মিত ছয়তলা বিশিষ্ট চারতলা ভবনের শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। ভবন উদ্বোধনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে থানা ভবনের উদ্বোধন করেন।

নবনির্মিত থানা ভবনের সামনের মাঠে সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন।
ডামুড্যা আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রী শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধন করেন।
তিনি শরিয়তপুর জেলার গোসাইরহাট থানা প্রাঙ্গণেও নবনির্মিত আরেকটি ভবনের শুভ উদ্বোধন করেন এবং সুধী সমাবেশে যোগ দেন।

শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী ফলক উন্মোচন কালে আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি বিপিএম (বার) পিপিএম সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ পারভেজ হাসান প্রমুখ।


বিজ্ঞাপন
👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *