সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হয় না। ১২ কেজির সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে ৭০ টাকা থেকে ১৫০ টাকা বেশি বিক্রি করছেন বিক্রেতারা।

এ বিষয়ে বাজার ঘুরে বিক্রেতাদের সাথে কথা বলে কোন সদুত্তর পাওয়া যায়নি। ডিলার পর্যায়ে ৭০ টাকা বেশি নেওয়া হলেও খুচরা বিক্রেতারা ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করছেন।
সরকার ১২ কেজি গ্যাসের সিলিন্ডারে ২৪৪ টাকা কমিয়ে ১১৭৮ টাকা নির্ধারন করেছে। কিন্তু গোপালগঞ্জে এ দামে কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। খুচরা বিক্রেতারা বলছেন ডিলার পর্যায় থেকে দাম বেশি রাখা হচ্ছে। ডিলারদের আলাপ করে এর সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে ভোক্তা সাধারণ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন

👁️ 10 News Views
