ঢাকা বিভাগীয় কমিশনার কর্তৃক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন

Uncategorized জাতীয়


নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শনিবার ৮ এপ্রিল, ঢাকা বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম গোপালগঞ্জ জেলা সফর করেন। প্রথমে তিনি গোপালগঞ্জ জেলার সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং মাঠ প্রশাসনের বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এরপর তিনি সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ ই আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করেন। পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ এবং গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *