নিজস্ব প্রতিনিধি : ঘুর্ণিঝড় মোকার কারনে ১৯ জেলার ফায়ার সার্ভিসের সকল সদস্য কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকূলীয় ১৯ জেলার ১৪৯টি ফায়ার স্টেশন প্রস্তুত রয়েছে। এসব স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সকলকে সতর্ক ডিউটিতে থাকার নির্দেশনা দিয়েছেন।
এসব এলাকায় জীবন ও মালামাল সুরক্ষা সংক্রান্ত যেকোনো কাজে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে।যেকোনো জরুরি প্রয়োজনে সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের নিকটবর্তী ফায়ার স্টেশন, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর থেকে সহায়তা নেওয়া যাবে। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)

👁️ 8 News Views
