যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্তৃক  ৭১ টিভির সাংবাদিক লাঞ্চিত : বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

বৃত্তাকার চিহ্নিত সাংবাদিক লাঞ্চিতকারী যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি  : যশোরে ৭১ টেলিভিশনের সাংবাদিকের পেশাদারিত্ব কাজ করতে গিয়ে ক্যামেরা পার্সন শাহারুল ইসলামসহ প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও বিটিভির যশোর প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু এবং ৭১ টেলিভিশনের সাংবাদিক এসএম ফরহাদকে যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ লাঞ্ছিত করেন। সেইসাথে প্রশাসনের হাতে সোপর্দ করেন।

এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নির্যাতিত সাংবাদিকদের একমাত্র কন্ঠস্বর বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, বিএমএসএসের খুলনা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বিএমএসএসের যশোর জেলার সভাপতি মোঃ নাসিম রেজা।


বিজ্ঞাপন

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা এবং তাদের লাঞ্ছিত করার ঘটনাটি স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী । তারা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *