টিটিসিতে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা বেকার থাকে না—–পুলিশ সুপার নড়াইল 

Uncategorized অর্থনীতি আইন ও আদালত খুলনা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: রফিকুল ইসলাম (নড়াইল) :  নড়াইল জেলার পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান বলেছেন  টিটিসিতে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা বেকার থাকে না। অতিসম্প্রতি  নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে চাকরি মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়। চাকরি মেলা ২০২৩ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন

নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এ চাকুরী মেলার আয়োজন করেন। এই মেলা আয়োজনে সহযোগিতায় ছিলেন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP)। নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি ) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ শতাধিক বেকার যুবক ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের নিযুক্ত রয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার  পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। নড়াইলে চাকুরি মেলা প্রথমবারের মতো আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

পুলিশ সুপার  বলেন, “বর্তমান যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ অনেক। বাংলাদেশ পুলিশে সিভিল স্টাফ হিসেবে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের চাহিদা রয়েছে।”


বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠানের সভাপতি  মোহাম্মদ হাসানুজ্জামান, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি, বিশেষ অতিথি ডাক্তার সাজেদা বেগম পলিন, সিভিল সার্জন, শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),  মোহাম্মদ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, মৌসুমী রানী মজুমদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নড়াইলসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী ও ইনস্ট্রাক্টরগণ উপস্থিত ছিলেন।

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *