
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যালয় ভবনের ভ্যান্টিলেটর ভেঙ্গে সিংলি ফ্যান চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল থেকে রবিবার সকালের মধ্যে কোনো এক সময়ে পৌর এলাকার দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ে এ নিয়ে গত তিন মাসে পাঁচবার চুরির ঘটনা ঘটলো।

বিদ্যালয়ের শিক্ষক মো. শেকের মিয়া বলেন, ‘চতুর্থ শ্রেণির ‘খ’ শাখার কক্ষে এ ঘটনা ঘটে। ওই কক্ষ থেকে চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে। ভ্যান্টিলেটরের সামান্য অংশ ভেঙ্গে কিভাবে চুরির ঘটনা ঘটলো সেটা দেখে অবাক হয়েছি। ফ্যানগুলো ব্যক্তি পর্যায় থেকে সংগ্রহ করা। রবিবার সকালে বিদ্যালয়ে এসে ফ্যান চুরি হওয়ার বিষয়টি দেখতে পাই।’
তিনি জানান, গত তিনমাসে বিদ্যালয়ে পাঁচবার চুরি হলো। এর আগে মাল্টিমিডিয়া প্রজেক্টর, বৈদ্যুতিক বাতিসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়। এসব বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়টিও থানায় জানানো হবে।

