আগামীর নির্বাচন জটিল ও গুরুত্বপূর্ণ- মুশফিকুর রহমান

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মো: হাবিবুর রহমান  (ব্রাহ্মণবাড়িয়া) : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, ‘অনেকে নির্বাচন নিয়ে শঙ্কার কথার বলছেন। তারা ভালো করেই জানেন তাদের পিছনে জনগণ নেই। তারা আমাদের মাঝে সংশয় সৃষ্টি করতে চায়।’


বিজ্ঞাপন

গতকাল শনিবার বেলা ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। গণসংযোগ ও ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে তিনি বেলা পৌণে ১১টার দিকে আখাউড়ায় আসেন। স্টেশনের সামনে তিনি নেতাকর্মীদের উদ্দ্যশ্যে বক্তব্য রাখেন। পরে সড়ক পথে কসবার উদ্দ্যশ্যে রওয়ানা হন।

মুশফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হন। ধানের শীষ দিয়ে সাজানো একটি রিকশা, এতে থাকা শিশুরা অনেকের দৃষ্টি কাড়েন। এ সময় বিএনপি নেতা নাসির উদ্দিন হাজারি, আবুল মুনসুর মিশন, মো. বিল্লাল হোসেন খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

মুশফিকুর রহমান নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এ সময় তিনি বলেন, ‘আমাদের দলের কয়েকজন বিপথে চলে গেছে। আমি তাদেরকে স্বাগত জানাই। তারা আমাদের ভাই।’ আগামীর নির্বাচন জটিল ও গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।


বিজ্ঞাপন
👁️ 112 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *