ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অটোরিকশার চালককে পিটিয়ে হত্যা 

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ছবি :।মোঃ হাবিবুর রহমান।


বিজ্ঞাপন

 

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  দেলোয়ার হোসেন (৪০) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

নিহত দেলোয়ার হোসেন পাহাড়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার  দুপুরে পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

নিহত দেলোয়ার হোসেন গ্রাম পুলিশ কাজল বেগমের স্বামী। অপরদিকে অভিযুক্ত বিল্লাল মিয়া (৪৫) একই ইউনিয়নের শান্তামুড়া গ্রামের আটলাবাড়ি মোহাম্মদ আলীর ছেলে। তিনি আউলিয়া বাজারের ব্যবসায়ী।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল মিয়ার দোকানের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেলে দেলোয়ারের অটোরিকশা ধাক্কা লাগে। বিষয়টি দেখতে পেয়ে বিল্লাল মিয়া তার দোকান থেকে এসে লাঠি দিয়ে দেলোয়ারের শরীরে এলোপাতাড়ি আঘাত করে।

এতে দেলোয়ার গুরুতর আহত হলে তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে নিশ্চিত করে বলেন, তুচ্ছম ঘটনার  জেরে লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

👁️ 70 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *