বার্মিংহামের লর্ড মেয়রের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের বৈঠক  :  গ্রীন–ক্লিন–হেলদি–সেইফ সিটি গঠনে সহযোগিতা বৃদ্ধির আলোচনা

Uncategorized চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম)  : চট্টগ্রামকে একটি গ্রীন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লন্ডনের বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।


বিজ্ঞাপন

বার্মিংহাম সিটি কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য বৈঠকে দুই নগরের নেতৃত্ব শুভেচ্ছা বিনিময় করেন এবং আধুনিক নগর উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম—বিশেষ করে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, নগর নিরাপত্তা এবং জলবায়ু–সহনশীল শহর গঠনের পরিকল্পনা—সম্পর্কে লর্ড মেয়রকে অবহিত করেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দীর্ঘমেয়াদি নাগরিকবান্ধব উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন।


বিজ্ঞাপন

লর্ড মেয়র বার্মিংহামের স্মার্ট সিটি অভিজ্ঞতা ও টেকসই নগর উন্নয়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরে চট্টগ্রামের সঙ্গে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। তিনি চট্টগ্রামের সার্বিক উন্নয়ন অগ্রগতি ও মেয়রের নেতৃত্বে চলমান ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করেন।


বিজ্ঞাপন

বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যতে নিম্নোক্ত ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন—স্মার্ট সিটি গভর্ন্যান্স ও ডিজিটাল উদ্ভাবন,জলবায়ু–সহনশীল নগর পরিকল্পনা,আধুনিক ও বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনা,পরিবেশবান্ধব শহর।

বৈঠকের শেষ পর্যায়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লর্ড মেয়রকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানান। দুই নগর নেতৃত্বই ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *