ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল ধর্মপ্রাণ মুসল্লী শিক্ষার্থীদের জনস্রোতে সম্পন্ন

Uncategorized চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোহাম্মদ মাসুদ : ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল হাজার চট্টগ্রামসহ সারা দেশ অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লী শিক্ষার্থীদের হাজার হাজার জনস্রোতে নানা ধারাবাহিক আয়োজনে অত্যন্ত সুশৃংখল সফল সুন্দরভাবে সু-সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন

দেশের সর্ববৃহৎ দ্বীনী ইদারা, উম্মুল মাদারিস প্রতিষ্ঠান আল-জামিয়াতুল দারুলউলুম মইনুল ইসলাম ইসলাম হাটহাজারী মাদ্রাসার ঐতিহাসিক বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী মহাসম্মেলন সম্পন্ন হয়।

শুক্রবার (২১ নভেম্বর) মাহফিল শেষে এশার নামাজের পর পাগড়ি দেওয়া হয়। মাহফিলে জামিয়ার বিশাল প্যান্ডেলে স্থানীয় এলাকা অঞ্চল বিভাগ ছাড়িয়ে দেশের সর্ব প্রান্ত থেকে হাজার হাজার শ্রোতারা মাহফিল শ্রবণ করেন।


বিজ্ঞাপন

এতে সম্মানিত মাননীয় ধর্মীয় উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন সহ দেশের গণ্যমান্য আলেম-ওলামাাগণ বরেণ্য ব্যক্তিবর্গ সর্র্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

এর আগে বুধবার (২০ নভেম্বর) হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন করেন। জামিয়ার ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে প্যান্ডেলের কাজ সম্পন্ন করেছে।

গত কাল বৃহস্পতিবার দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষাসচিব আল্লামা মুফতি কেফায়াতুল্লা হুজুরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন শুরু হয়।

বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর ইশা প্রথম সেশনে গত ১৪৪৪-৪৫ হিজরি শিক্ষাবর্ষের ফারেগ হওয়া তরুণ আলেমদের একাংশকে পাগড়ি দেওয়া হয়।

অবশিষ্ট ফারেগীনদেরকে শুক্রবার (২১ নভেম্বর) মাহফিল শেষে এশার নামাজের পর পাগড়ি দেওয়া হয়।

বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মুসলিম ও আলমেরা মাহফিলে আশা শুরু করে। শুক্রবার দুপুর হতে হতে মাদ্রাসা মাঠ পরিপূর্ণ হয়ে যায়। শুক্রবার প্রায় অর্ধলক্ষ্যাধিক মুসল্লী, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি জুমার নামাজ আদায় করে ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে অংশগ্রহণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার উলামা-মাশায়েখ ও মুসল্লি মাদ্রাসা ক্যাম্পাস, স্থানীয় আবাসিক হোটেল ও আশ-পাশের এলাকায় অবস্থান করে। সম্মেলনের আগের দিন বিশাল সামিয়ানা স্থাপন, স্টেজ নির্মাণ ও মুসল্লীদের বসার ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো ক্যাম্পাস জুড়েই উৎসবমুখর অবস্থা বিরাজ করে।

মাহফিলে আগত সম্মানিত বক্তাগণ ও বরেণ্য হুজুররা বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য নামাজ, রোজা, হজ, যাকাতকের উপর গুরুত্ব দিতে বলছে সাধারণ মুসলিমদের। হুজুররা আরো বলেন নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া অসম্ভব।

দেশের সর্ববৃহৎ এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এই অনুষ্ঠানে সমকালীন মুসলিম বিশ্ব পরিস্থিতি ও ইসলামের সার্বিক বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করে দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখগণ কুরআন-হাদীস ভিত্তিক বক্তব্য রাখেন।

সম্মেলনের সার্বিক কামিয়াবী ও সুষ্ঠু ব্যবস্থাপনার সকলের সহযোগিতা ও দোয়া কামনায় মুসলিম জাহানের দেশ ও জাহানের সকলের সুস্থতা দীর্ঘায়ু শান্তি কামনায় সমাপ্তি হয়।

👁️ 73 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *