
নিজস্ব প্রতিনিধি (সিলেট) : শশ্মানঘাটের সামনে চলা জুয়ার আসর থেকে দুই জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলাউদ্দিন ওরফে আলাদনুর, উওর বড়দল ইউনিয়নের শিমুরতলা গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে মোশাহিদ মিয়া।
বুধবার (২৪ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে তাহিরপুর থানা পুলিশ।

এরপুর্বে, (২৩ডিসেম্বর) মঙ্গলবার সন্ধায় তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলশ ক্যাম্পের সদস্যরা উওর শ্রীপুরের দুধের আ্উটা শশ্মানঘাটের সামনে বসা জুয়ার আসরে অভিযান চালায়।

ওই অভিয়ানে নগদ অর্থ, জুয়া খেলার উপকরণ, লাইট, মোবাইল ফোন জব্দ করার সময় জুয়াড়ি আলাউদ্দিন, মোশাহিদকে গ্রেফতার করে পুলিশ। জুয়ার আসরে বসা আরো কয়েকজন জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়।
বুধবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জুয়াড়ি গ্রেফতার, মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
