বারবার আমন্ত্রণ, বারবার বাতিল : সাতকানিয়ায় সাংবাদিকদের নিয়ে ইউএনও’র ভূমিকা নিয়ে প্রশ্ন

Uncategorized আইন ও আদালত চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের বিরুদ্ধে সাংবাদিকদের বারবার সভার আমন্ত্রণ জানিয়ে পুনঃপুন তা বাতিল করার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন

জানা যায়, উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন স্থানীয় সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে গত ২১ ডিসেম্বর একটি খুদেবার্তা পাঠানো হয়। এতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিকেলে উপজেলা প্রশাসনের হলরুমে চট্টগ্রাম জেলা প্রশাসকের উপস্থিতিতে একটি অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হিসেবে স্থানীয় সাংবাদিকদের ওই সভায় আমন্ত্রণ জানানো হয়।

তবে পরদিন ২২ ডিসেম্বর সকালে একই গ্রুপে নতুন খুদেবার্তার মাধ্যমে সভাটি বাতিলের ঘোষণা দেওয়া হয়। এরপর ২৪ ডিসেম্বর আবারও একই ধরনের খুদেবার্তা দিয়ে সাংবাদিকদের মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হলেও পরদিন ২৫ ডিসেম্বর দুপুরে পুনরায় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।


বিজ্ঞাপন

এভাবে একাধিকবার সভার সময়সূচি ঘোষণা ও বাতিলের ঘটনায় উপজেলা প্রশাসনের আচরণ নিয়ে সাংবাদিকদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দেয়। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে প্রশাসনকে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়।


বিজ্ঞাপন

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “চট্টগ্রাম জেলা প্রশাসকের শিডিউল অনুযায়ী মতবিনিময় সভার সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু বলা যাবে না।”

এদিকে, বিষয়টি নিয়ে জানতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *