
নিজস্ব প্রতিনিধি (বরিশাল) : আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদের সমাজে এরকম বহু ব্যক্তি রয়েছেন যারা দুনিয়াবী জ্ঞান হোক কিংবা ধর্মীয় জ্ঞান হোক, তারা পাণ্ডিত্যের অধিকারী। কিন্তু বাস্তবিক অর্থে তাদের জ্ঞান অনুসারে তারা কর্ম সম্পাদন করেন না।
এলেম অর্জন করা যে রকম ফরজ ঠিক তেমনি এলেম অনুযায়ী আমল করাও অত্যাবশ্যক। আমল ছাড়া শুধুমাত্র এলেম নাজাত তথা মুক্তির জন্য যথেষ্ট নয়। আমলহীন আলেম ফলবিহীন বৃক্ষের ন্যায়। একজন মুমিন বান্দার আদব হচ্ছে এলেম অনুসারে আমল করা এবং অন্যকে আমলের জন্য উৎসাহিত করা।
ব্যক্তির দৈনন্দিন আমল সমূহ যেমনিরূপে শরীয়তের এলেম ছাড়া সঠিক রূপে বাস্তবায়ন হয় না, ঠিক এমনিভাবে আমল ছাড়া দ্বীনি ইলেমও প্রকৃত অর্থে চিন্তাশক্তিতে আশা করা যায় না। বরং এলেম ও আমলের সমন্বয়েই প্রকৃত মুমিন বান্দার ঈমানের বহিঃপ্রকাশ ঘটে। এজন্য মুমিনের ঈমানের দাবী হচ্ছে ইলেম অনুযায়ী আমলী জিন্দেগী গঠন করা।৩ জানুয়ারি শনিবার বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলাধীন আব্দুল্লাহপুর কেন্দ্রীয় থানা জামে মসজিদ সংলগ্ন সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মেহেন্দীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা প্রধান অতিথির আলোচনায় একথা বলেন। 
বিজ্ঞাপন

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুযত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
👁️ 82 News Views
