
মোঃ মেহেদী হাসান, (গাইবান্ধা) : গাইবান্ধার সাঘাটায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন কচুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান সরদার, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান এবং কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর রাশেদ। তাদের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত নেতাদের সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের যেকোনো ধরনের সাংগঠনিক ও ব্যক্তিগত যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
