পাটলাই নদীতে সেইভ জব্দ  :  ইউপি সদস্যের ভাই সহ ১৯ জনের নামে মামলা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

সিলেট ব্যুরো প্রধান  :  খনিজ বালি পাথর সমৃদ্ধ সীমান্ত নদী পাটলাই নদীর উৎসমুখে পরিবেশধ্বংসী ইঞ্জিনযুক্ত সেইভ মেশিনে খনিজ বালি চুরির ঘটনায় ইউপি সদস্যের ভাই সহ ১৯ জনের নামে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন

জব্দ করা হয়েছে ষ্টিল বডি ট্রলার, ইঞ্চিন যুক্ত সেইভ মেশিন সহ চুরির খনিজ বালি। গত শনিবার (১৭ জানুয়ারি) রাতে জব্দকৃত আলামত সহ পুলিশ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করে।

মামলার আসামিরা হলেন, উপজেলার কাঁশতালের মাসুক ,সোহালার সাজ্জাদ,ঘাগটিয়ার ইমামুল, একই গ্রামের জুবেল, আমিরুল, রহমতপুরের কবির, মোদেরগাঁও গ্রামের মাসুক সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন। আসামিদের মধ্যে উপজেলার উওর বড়দল ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জিয়াউর রহমান জিয়ার ভাই।


বিজ্ঞাপন

তাহিরপুর থানায় দায়েরকৃত মামলা ও স্থানীয় সুত্র জানায়, শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার উওর বড়দল ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জিয়াউর রহমান জিয়ার ভাই মাসুক ওরফে মাসুক সর্দারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ইজারাবিহিন সীমান্তনদী পাটলাই নদীর উৎস মুখ থেকে পরিবেশ ধ্বংসী সেইভ মেশিনে খনিজ বালি চুরির কর্মযজ্ঞ চালায়। ওই সময় থানা পুলিশের ধাওয়ার মুখে চক্রের সদস্যরা পালিয়ে যায়।


বিজ্ঞাপন

এরপর পুলিশ পাটলাই নদীর উৎস মুখ থেকে একটি ষ্টিল বডি ট্রলার, ইঞ্জিনযুক্ত সেইভ মেশিন, চুরি করা খনিজ বালি জব্দ করে।
পরদিন রবিবার (১৮ জানুয়ারি) পুলিশ বাদী হয়ে বালি চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়ের করে।

আজ সোমবার সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *