
কে এম শাহীন রেজা, (কুষ্টিয়া) : কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী সংগঠনের নেতা জাহাঙ্গীর কবির লিপটনের সহযোগী এবং জাসদ গণবাহিনী নেতা কালুর বিশ্বস্ত সহযোগী মাসুম ওরফে বোমা মাসুমকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে তাকে আটক করে কুষ্টিয়া জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ও কাঞ্চনপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে জাসদ গণবাহিনীর নেতা কালুর নির্দেশনায় ও জাহাঙ্গীর কবির লিপটনের সহযোগিতায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।
তাকে আটকের জন্য কুষ্টিয়া জেলা পুলিশ বেশ কিছুদিন যাবৎ চেষ্টায় ছিলো। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ি গ্রামে মাসুমের নিজ বাড়িতে অতর্কিত অভিযান চালায় ডিবি। অভিযানে মাসুমকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করতে এই চক্রটি আবারও মরিয়া হয়ে উঠেছে বলে এলাকাবাসী ধারণা করছে।

এলাকাবাসী আরো জানান, লিপ্টন জেলে থাকায় তারা নতুন করে তাদের বাহিনী নতুর করে সক্রিয় হয়ে এলাকাতে অস্ত্রের মহড়া দিচ্ছে।
এই মাসুমকে রিমান্ডে নিলে আরো কিছু তথ্য বেরিয়ে আসতে পারে। কারণ এখনো পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র দূর্বাচারা সহ আশপাশের বিভিন্ন গ্রামে লিপটনের অস্ত্রের ভান্ডার তার সহযোদ্ধাদের কাছে রয়ে গেছে।
তারা আরো জানায়, গত জুন মাসে লিপ্টন সেনাবাহিনীর হাতে যে সকল অস্ত্র নিয়ে ধরা পড়েছিল, যা তাদের মোট অস্ত্রের ৫% অস্ত্রও উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে প্রশাসনের কঠোর দৃষ্টি কামনা করেন এলাকার সাধারণ ও নিরীহ মানুষ।
তবে আরেকটি বিষয় তারা জানান যে, গত বছর ফেব্রুয়ারি মাসে জোতপাড়া গ্রামের আতিয়ার খাঁ হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এই মাসুম সহ তাদের চরমপন্থী সন্ত্রাসী বাহিনীরা। এই মাছুম ২০২৫ সালের জুলাই মাসের দিকে ডাকাতি ও চাঁদবাজী মামলায় বাঁশগ্রাম পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। এছাড়াও তার নামে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একটু যশোরে গিয়েছিলাম, সেখান থেকে ট্রেনে কুষ্টিয়া ফিরছি। আপনি বাদীর সাথে যোগাযোগ করেন। এই বলে তিনি এস আই জনির মোবাইল নম্বর দেন।
এস আই জনির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত সোমবার আনুমানিক আড়াইটার দিকে আলফা-২ এর নির্দেশে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করি। মাসুমের বিরুদ্ধে আজই আমি বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছি।
