
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম ১২ পটিয়া আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী বলেছেন, দেশের মেহনতী মানুষ জাতীয় পার্টি লাঙ্গল মার্কায় ভোট দিয়ে ক্ষমতাই আনতে চাই, বর্তমান বাংলাদেশে রাজনীতিতে স্থিতিশীলতা নেই,

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের শাসনামলে বিদ্যুৎ, পানি, গ্যাস, যোগাযোগ (বিমান, নৌপথ) ও স্বাস্থ্যখাতে (ঔষধ নীতি) উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছিল।
যাহা দেশের মানুষ উপভোগ করছে, তরুণ প্রজন্মের অনেক বিষয়টি জানেনা, তরুণ প্রজন্মেরা জাতীয় পার্টি অবদান উন্নয়ন জানতে হবে, এই উন্নয়নের কারণে অনেকে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চান মন্তব্য করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী। তিনি ১৮ জানুয়ারি পটিয়া উপজেলা, পৌরসভা জাতীয় পার্টি নেতৃবৃন্দ সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে একথা

গুলো বলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম, জাতীয় পার্টি নেতা মোস্তাক আহমদ পরিচালনা উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, মনির চেয়ারম্যান, ডা.খোরশেদ আলম, মুহাম্মদ সাইফুদ্দিন, নেজাম সওদাগর,জাহাঙ্গীর মেম্বার, নুরুল ইসলাম,

নাজিম উদ্দীন মজুমদার, নুর হোসেন সওদাগর, রঞ্জিত ভট্টাচার্য কালু, মিলন মেম্বার, নুর নবী সওদাগর, মিলন মেম্বার, আনোয়ার হোসেন, নুরুল আলম, রাজিব চৌধুরী, সৈয়দুল আরেফিন প্রান্ত, জালাল উদ্দীন, সিরাজ, ইউসুফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার বলেন, মামলা- হামলা নির্যাতন, বৈষম্য আচরণ করে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবেনা, জাতীয় পার্টি শক্তি শালী একটি সংগঠন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে আমরা সবাই ঐকবদ্ধ।
চট্টগ্রাম ১২ (পটিয়া) আসেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরীকে উন্নয়ন ও পরিবর্তনে জন্য লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।
