
কামরুল ইসলাম, (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খ্যারাংগাঘোনা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশনায়ক তারেক রহমানের মনোনীত উখিয়া-টেকনাফ আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা জনাব শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতীক। দীর্ঘ সময় ধরে তিনি অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। আজও তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। দেশবাসীর দোয়া ও ভালোবাসাই তাকে আবার সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ। উখিয়া-টেকনাফের সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা, মুরুব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
