পটিয়ায় স্মরনকালের সর্ববৃহৎ বর্ষপূর্তি ও পিকনিক উদযাপন করবে কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতি: প্রস্তুতি সভা সম্পন্ন

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ স্বাস্থ্য

সেলিম চৌধুরী, পটিয়া, (চট্টগ্রাম)  :  চট্টগ্রামের পটিয়ায় স্মরণকালের সর্ববৃহৎ বর্ষপূর্তি ও পিকনিক আয়োজন করতে যাচ্ছে কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতি। আগামী ২১ জানুয়ারি বুধবার পটিয়া গাজী কনভেনশন কমিউনিটি সেন্টার বর্ষপূর্তি ও পিকনিক উপলক্ষে মেজবানি খাবার পরিবেশন করা হবে জানিয়েছেন কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির পটিয়ার সভাপতি জয়দেব বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, এম.আরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আনিস উদ্দিন।


বিজ্ঞাপন

বর্ষপূর্তি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে কমিটির পক্ষ থেকে। তার মধ্যে এক কালার টি শার্ট পরিহিত ২১ জানুয়ারি বুধবার সকাল ১১ টার সময় পটিয়া বাসষ্টেশন এলাকা থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হবে।

শোভাযাএাটি পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাজী কনভেনশন কমিউনিটি সেন্টারে সমবেত হবে। এতে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের দেশবরেন্য শিল্পীরা গান পরিবেশন করা হবে । এছাড়াও দুপুর মেজবানি খাবার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।


বিজ্ঞাপন

অনুষ্ঠান উপলক্ষে ১৮ জানুয়ারি রবিবার দুপুরে নোঙর রেস্তোরাঁয় এমআরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও রেলি উপ-কমিটির আহবায়ক আনিস উদ্দীন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

মীর আরিফ এর সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন,বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি মোজাফফর আলম মিন্টু, কবির হোসেন, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, সুমন, রুদ্র, বিজয় চক্রবর্তী সাইদুল ইসলাম, কাজী আবু আব্বাস, মোহাম্মদ সেলিম, মিনহাজুল ইসলাম, সরোয়ার কামাল, শহীদ উদ্দীন, আবদুল খালেক প্রমুখ।

সভায় বক্তারা কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির উদ্যােগে মফস্বলে স্মরণকালের সর্ববৃহৎ পিকনিক ও বর্ষপূর্তি সুশৃঙ্খল উদযাপন করার আহবান জানান।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *