ঢাকায় বিশ্বমানের কার্নেগি মেলন রোবোটিকস প্রশিক্ষণ কর্মসূচি চালু করল আইএসডি

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) চতুর্থ থেকে দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের জন্য রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক একটি বিশেষ শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে। বিশ্বখ্যাত কার্নেগি মেলন রোবোটিকস অ্যাকাডেমির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ কর্মসূচিটি বাংলাদেশের স্কুল পর্যায়ের অন্যতম আধুনিক রোবোটিকস উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এ কর্মসূচি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনে সহায়তার পাশাপাশি তাদের এআই, অটোমেশন ও রোবোটিকসের দ্রুত পরিবর্তনশীল খাতের জন্য প্রস্তুত করবে।


বিজ্ঞাপন

আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এই শিক্ষণ কার্যক্রম শুরু হবে। প্রতি শনিবার সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ৯০ মিনিটের ক্লাস অনুষ্ঠিত হবে। টানা তৃতীয়বারের মত এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে আইএসডি, যা রোবোটিকস ও এআই শিক্ষায় বিদ্যালয়টির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য বহু-বছরব্যাপী পরিকল্পত একটি অ্যাকাডেমিক যাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে তারা প্রাথমিক কোডিং ও লজিক্যাল থিংকিং থেকে শুরু পর্যায়ক্রমে বুদ্ধিমান স্বয়ংক্রিয় সিস্টেম ডিজাইন ও নির্মাণের দক্ষতা অর্জন করবে। কর্মসূচিতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতাও যুক্ত থাকবে।

কর্মসূচিটি সম্পর্কে আইএসডির পরিচালক স্টিভ কল্যান্ড-স্কোবল বলেন, “বিশ্ব অর্থনীতি দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজাইন থিংকিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। রোবোটিকস ও এআই শেখার শুরুটা যদি ছোটবেলা থেকেই করা যায়, তাহলে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর এই বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে।”


বিজ্ঞাপন

কার্নেগি মেলন রোবোটিকস ট্রেনিং প্রোগ্রাম, আইএসডির প্রশিক্ষক জর্জ ক্যারিংটন বলেন, “এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা শুধু রোবট তৈরি করাই শিখছে না, বরং তাদের মাঝে ক্রিটিক্যাল থিংকিং ও সমস্যা সমাধানের দক্ষতাও গড়ে উঠছে। বাস্তব জীবনের সঙ্গে রোবোটিকস ও এআই -এর সম্পর্ক বুঝতে এটি শিক্ষার্থীদের সহায়তা করবে। সেই সাথে ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার জন্যও প্রস্তুত করে তুলবে।”


বিজ্ঞাপন

কর্মসূচির অভিজ্ঞতা তুলে ধরে আইএসডির দ্বাদশ গ্রেডের শিক্ষার্থী রানিয়া আহমেদ বলেন, “এই প্রশিক্ষণ আমাদের নতুন আঙ্গিকে চিন্তা করা শিখিয়েছে। আমরা রোবট কোডিং শিখেছি। তাছাড়া, সমস্যা সমাধান ও দলগতভাবে কাজ করার কৌশলও শিখেছি।”

বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত কার্নেগি মেলন রোবোটিকস অ্যাকাডেমির শিক্ষণ পদ্ধতি অনুসরণ করে এই আইএসডি’র কর্মসূচিটি পরিচালিত হবে। চতুর্থ ও পঞ্চম গ্রেডের শিক্ষার্থীরা ১৫ হাজার টাকা ফিতে বিগিনার লেভেলের লেগো রোবোটিকস প্রোগ্রামে অংশ নিতে পারবে।

এই প্রোগ্রামে তাদের লেগো রোবট ডিজাইন ও কোডিং শেখানো হবে। ষষ্ঠ ও সপ্তম গ্রেডের শিক্ষার্থীদের জন্য ২০ হাজার টাকা ফিতে ইন্টারমিডিয়েট লেভেলের ভিইএক্স আইকিউ প্রোগ্রাম রয়েছে, যা সেন্সর ডেটা ব্যবহার করে কোডিং কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেয়।

এছাড়া, অষ্টম থেকে দশম গ্রেডের শিক্ষার্থীদের জন্য ২০ হাজার টাকা ফিতে অ্যাডভান্সড ইন্টারমিডিয়েট ভিইএক্স এক্সপি প্রোগ্রাম চালু থাকবে। এই প্রোগ্রামে তারা স্বয়ংক্রিয় রোবট তৈরি করবে এবং রিয়েল-টাইম ডেটা ও ফিডব্যাক সিস্টেম প্রয়োগ করবে। একাদশ ও দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীরা ২৫ হাজার টাকা ফিতে অ্যাডভান্সড লেভেলের ভিইএক্স ভি৫ ও আরইভি রোবোটিক্স প্রোগ্রামে অংশ নিতে পারবে।

এখানে তারা পেশাদার মানের রোবোটিক্স ও ইলেকট্রনিক্সের পাশাপাশি অ্যাডাপটিভ কন্ট্রোল ও ডেটা-নির্ভর বিহেভিয়রের মতো এআই সম্পর্কে জানতে পারবে। কর্মসূচি সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী কার্নেগি মেলন রোবোটিকস অ্যাকাডেমি (সিএমআরএ) থেকে সনদপত্র পাবে।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *