নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ৩০ অক্টোবর সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে এ পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
পরিমাপে কম প্রদান করার অপরাধে মেসার্স সম্রাট ফিলিং ষ্টেশন, সাতগাও, শ্রীমঙ্গল কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
পরিমাপ সঠিক থাকায় মেসার্স আইয়ুব আলী তালুকদার ফিলিং ষ্টেশন, সাতগাও, শ্রীমঙ্গল কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা সুমন সাহা, ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন।

👁️ 12 News Views
