নির্বাচনী প্রচারণায় বিএনপিই সব সুযোগ সুবিধা ভোগ করছে

এইমাত্র জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মত বাংলাদেশে মন্ত্রী এমপিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছে না। এর ফলে নির্বাচনী প্রচারণায় বিএনপিই কেবল সব সুযোগ সুবিধা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।


বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করার জন্য একটি পক্ষ সক্রিয়। নানা ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ কিনা তা খতিয়ে দেখতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে সেটি বিএনপির পক্ষে আমাদের বিপক্ষে।


বিজ্ঞাপন

তিনি আরো বলেন, পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশে সংসদ সদস্যরা অবশ্যই পারে মন্ত্রীরাও সরকারি প্রটোকল সুযোগ-সুবিধা বাদ দিয়ে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করতে পারে। আমাদের দেশে আমরা পারছি না।


বিজ্ঞাপন
👁️ 14 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *