ফেনীর সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযান : ১ কোটি ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও বিছানার চাদরসহ বিবিধ চোরাইপণ্য উদ্ধার 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (ফেণী) : আজ রবিবার ৩ নভেম্বর,  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ দেবপুর ও মধুগ্রাম বিওপির টহলদল দায়িত্বপূর্ণ ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে  বিজিবি টহলদল ভারতীয় ১,০২৬ পিস শাড়ি, ৩৮০ পিস বিছানার চাদর, ১২০০ পিস চশমা, ৩০০ পিস এনজিও গ্রাম কেডি তার, ৪০০ পিস বিউটি ক্রিম, ৬৫ পিস জিলেট গার্ড, ২০ পিস কম্বল এবং ভারতীয় বিভিন্ন প্রকার জর্দ্দা-৯০০ পিস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১,১৬,২৫,৮০৫ টাকা।

জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 33 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *