বাগেরহাটের শরণখোলায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) :  বাগেরহাটের শরণখোলায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে তার কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভায় বক্তব্য রাখেন শরণখোলার সেনা ক্যাম্প ইনচার্জ এর পক্ষে কর্পোরাল গোলাম মোস্তফা, শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ, উপজেলা জামাতের আমির সহকারি অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, পল্লী বিদ্যুৎয়ান বোর্ড শরণখোলা শাখার এজিএম মোঃ রাসেল, জামাত ইসলামের সাবেক আমির মাওলানা ওবায়দুল হক।

সভায় বক্তারা শরণখোলার আইন শৃঙ্খলার বর্তমান অবস্থা কেমন তা তুলে ধরেন। বাজার মনিটরিং, স্কুলের সামনে বখাটেদের উৎপাত, মাদকের সাথে জড়িত এ রকম বিভিন্ন সমস্যাগুলি সমাধানে শরলখোলা সেনাক্যাম্পের ও পুলিশের সহযোগিতায় এ সমস্যা সমাধানের আশ্বাস দেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ।


বিজ্ঞাপন
👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *