অভিযানের নামে পুলিশের আইওয়াশ  :  সিমান্ত নদী জাদুকাটায় চুরির খনিজ বালি বোঝাই ট্রলার সহ দুই দূবৃক্ত গ্রেফতার

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  ইজারা বিহীন সীমান্ত নদী জাদুকাটায় চুরি করা খনিজ বালি বোঝাই ট্রলার সহ দুই দূবৃক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,সুনামগঞ্জের তাহিরপুরের সোহালা গ্রামের আলা উদ্দিনের আলী হোসেন, পার্শ্ববর্তী কোনাটছড়া গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল কাদের। সোমবার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।


বিজ্ঞাপন

এরপুর্বে রোববার ইঞ্জিন চালিত ষ্টিল বডি একটি ট্রলার, ৪’শ ঘনফুট খনিজ বালি জব্দ দেখিয়ে খনিজ বালি চুরিতে জড়িত আলী হোসেন,আব্দুল কাদেরর বিরুদ্ধে পুলিশ বাদী হয়েছে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

সোমবার জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, তাহিরপুরের ইজারাবিহীন সীমান্ত নদী জাদুকাটা থেকে খনিজ বালি চুরি করে নদী তীরবর্তী ফাজিলপুরের গড়েরঘাট এলাকায় ইঞ্জিন চালিত ষ্টিল বডি ট্রলারে ওই বালি লোড করছিলো একদল দুবৃক্ত।


বিজ্ঞাপন

এরপর নৌ পথে বালি বোঝাই ট্রলার অন্যত্র সড়িয়ে নেয়ার পথে শনিবার মধ্যরাত পরবর্তী সময়ে ট্রলার বোঝাই বালি সহ দুজনকে গ্রেফতার করে থানা পুলিশ।


বিজ্ঞাপন

জাদুকাটা নদী তীরবর্তী ভোক্তভোগী মানুষজনের অভিযোগ, ইজারা বিহিন জাদুকাটা নদী থেকে প্রতি দিবারাত্রী কোটি কোটি টাকার খনিজ বালি পাথর চুরি করছে প্রভাবশালী মহলের মদদে। কালে ভ্রদ্রে লোক দেখানো পুলিশী অভিযান হলেও থামছে না খনিজ বালি পাথর চুরির অপকর্ম। মূলত প্রভাবশারীদের সুযোগ তৈরী করে দিতে গিয়ে পুলিশ অভিযানের নামে আইওয়াশ করছে বলে অভিযোগ উঠেছে।

👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *