শরণখোলায় থানা হেফাজতে থাকা মাদক মামলার আসামির পলায়নের ১০ ঘণ্টা পর খুলনা থেকে গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :  বাগেরহাটের শরনখোলা থানা পুলিশ হেফাজতে থাকা মাদক মামলার আসামি বাইজিদ হোসেন ওরফে আতুর শান্ত থানা থেকে পালিয়ে যাবার ১০ ঘন্টা পর খুলনা জিরো পয়েন্ট থেকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশের একটি দল। ৪ অক্টোবর সকালে সাড়ে সাতটার দিকে শরণখোলা থানা থেকে পালিয়ে যায় আসামী। আসামিকে গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ।


বিজ্ঞাপন

বাগেরহাটে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের পুত্র বিভিন্ন মাদক মামলার আসামি মো: বাইজিদ হোসেন ওরফে আতুর শান্ত (২২) কে ৩ অক্টোবর বিকালে মাদকসহ আটক করে পুলিশ।

আসামি টয়লেটে যাওয়ার কথা বলে হঠাৎ পুলিশকে ধাক্কা মেরে ৪ অক্টোবর সকাল সাড়ে সাতটার দিকে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন

অন্য একটি সূত্রে জানা গেছে পুলিশের মোড়লগঞ্জ সার্কেলে এসপি মোঃ আশরাফ উল্লাহ ঘটনার পর শরণখোলা থানায় ছুটে এসেছেন এবং আসামি ধরতে অভিযান শুরু করেছেন।


বিজ্ঞাপন

বাগেরহাটের পুলিশ সুপার আরও জানায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে খুলনা জিরো পয়েন্ট থেকে বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে পুনরায় আটক করতে সক্ষম হয়েছে। আসামি বাইজিদকে নিয়ে পুলিশে একটি দল শরণখোলা থানার উদ্দেশ্যে খুলনা থেকে রওনা হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

👁️ 41 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *