
সুমন হোসেন, (যশোর) : যশোর ৮৮/৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এর ধানের শীষের পক্ষে ইন্ঞ্জিনিয়ার টি এস আয়ুব’র গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অভয়নগর থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহ্ জোবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সম্পাদক ইন্ঞ্জিনিয়ার টি এস আয়ুব।

তিনি বলেন, অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়ন থেকে প্রেমবাগ ইউনিয়নের প্রতিটি এলাকায় আমি পাঁয়ে হেটে সাধারন মানুষের সুখ-দুঃখের খবর নিয়েছি। অভয়নগরের মানুষকে আমি ভালোবাসি। আপনাদের সেবা করতে চাই। আমি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম না, তারপরও আমার দেওয়া অনুদান এই অঞ্চলের মসজিদ, মন্দির, এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠানে এখনও লেগে আছে। আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি।
ভবিষ্যতেও আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আজীবন খেদমত করতে চাই। সারাজীবন অবহেলিত সাধারন কর্মীদের জন্য করেছি, বাকিটা জীবনও তাদের সেবাই নিজেকে নিয়োজিত করতে চাই। আশা করি, আপনাদের ভোটের মাধ্যমে সমর্থন ও দোয়া নিয়ে এই আসনে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি বিজয় লাভ করবো, ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে অন্যান্য প্রার্থীদের উদ্দেশ্য বলেন, দলের কর্মীদের জন্য কাজ করেন। তাদের খোজ-খবর নেন, পারলে সহযোগিতা করেন। তাহলে সাধারন মানুষ আপনাদের পাশে থাকবে।

এ সময় গণ সমাবেশে উপস্থিত কয়েক হাজার নেতা-কর্মীদের নিকট জানতে চান, তিনি নির্বাচনে প্রার্থী হলে তাকে ভোট দেবেন কি না? উপস্থিত সকলে দুই হাত উচু করে সম্মতি দেন। জনগন নির্বাচনে তাকে বিজয়ের মালা পরিয়ে তবেই ঘরে ফিরবেন, এমনটাই ওয়াদা করেন।

বাঘারপাড়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত মহর মোল্যার ছেলে ৬৮ বছর বয়সের বৃদ্ধ কৃষক গোলাম মোস্তফা একজন বিএনপির কর্মী। তিনি এসেছেন ইন্ঞ্জিনিয়ার টি এস আয়ুব’র গণ সমাবেশ অনুষ্ঠানে। তিনি বলেন, আমি ৩৫ বছর ধরে বিএনপি দল করি। এর আগে কখনও এই সংসদীয় আসনে কোনো প্রার্থীর পক্ষে এত মানুষের আস্থা এবং ভালোবাসা দেখেনি। বাঘারপাড়া ও অভয়নগর থেকে ইন্ঞ্জিনিয়ার টি এস আয়ুব’র মতো কোনো নেতা কর্মীদের
ভালোবাসে না। যখন সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত ছিলেন, সেই সময়ে ইন্ঞ্জিনিয়ার টি এস আয়ুব সকল কর্মীর পাশে দাড়িয়েছেন। মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলার খরচ এবং আদালত থেকে নিজের টাকায় জামিন করিয়েছেন। এজন্য সুযোগ পেলে এই নির্বাচনে তাকে ভোট দিয়ে ঋণ শোধ করতে চাই অধিকাংশ মানুষ।
গণ সমাবেশে থানা যুবদলের সভাপতি মোঃ বাকিউজ্জামান রানা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো: মাহমুদ হাসান লিপু, থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদ, বাঘারপাড়া থানা বিএনপি’র সভাপতি মিসেস তানিয়া রহমান ও সাধারণ সম্পাদক আ: রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ একলাচ হোসেন ও নওয়াপাড়া পৌর বিএনপির সহ সভাপতি সরোয়ার মোস্তাফিজ মিলন সহ প্রমূখ।
