
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা ১৪ জন পর্যটক সহ জালিবোট গত ৮ নভেম্বর সুন্দরবনের ঢাংমারি খাল এলাকায় ঢেউয়ের আঘাতে ভোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

পরে অন্য একটি টুরিস্ট বোটের সহায়তায় ১৩ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান প্রবাসী রিয়ানা আজাদ (২৮) নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর ১০ নভেম্বর সকাল ৭টার দিকে ভাসমান অবস্থায় মংলার সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে রিয়ানা আজাদের মৃত্যু দেহ উদ্ধার করে কোস্টগার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক
জানান , গত ৮ নভেম্বর শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোট যোগে যাত্রা শুরু করে। পর্যটকবাহী বোটটি।

ওইদিন দুপুর ১ টার দিকে সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে আঘাতে ভোটটি উল্টে যায় পরে একটি টুরিস্ট লঞ্চের সাহায্যে ১৪ জন যাত্রীর মধ্যে মধ্যে ১৩ জন কে জীবিত উদ্ধার করতে পারলেও আমেরিকান প্রবাসী রিয়ানা আজাদ নিখোঁজ হয়।

পরে কোস্টগার্ড মোংলা ও স্টেশন হাড়বাড়িয়া হতে উদ্ধারকারী দুটি দল কোস্টগার্ডের বোট নিয়ে অতিদ্রুত ঘটনাস্থলে নিখোঁজ পর্যটকের উদ্ধার অভিযান চালায়।
পরে ৩ দিন পর ১০ নভেম্বর সোমবার সকাল ৭ টায় কোস্ট গার্ড, মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় উক্ত নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করে তারা। কোস্ট গার্ড আরো জানায়, উদ্ধারকৃত পর্যটকের মৃতদেহটি চাঁদপাই নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
