দুর্বৃত্তদের চাপাতির কোপে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির গুরুতর আহত

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির কে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২.৪০ মিনিটের সময় সোমেশ^রী নদীর ঘাট এলাকার কাঠের ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২.৪০ মিনিটের সময় সোমেশ্বরী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তোলার সময় হঠাৎ বেশ কয়েকজন দুর্বৃত্ত চাপাতি হাতে নিয়ে সাংবাদিক লুৎফুজ্জামান কে লক্ষ্য করে এলোপাথারি কোপাতে থাকে।

ওই সাংবাদিকের সাথে থাকা রূপসী বাংলা টেলিভিশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাজাহান শেখ ফিরাতে গেলে তাকেও কোপাবে বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তিতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়।


বিজ্ঞাপন

সাথে থাকা অপর সাংবাদিক শাজাহান শেখ জানান, ওই সময় বালুর চড়ে মোটরসাইকেলের চাকা আটকে যায়। এ সময় সোমেশ্বরী নদীতে কাঠের সেতুর ছবি তুলতে গেলে সিরিয়াল কিলার শীর্ষ সন্ত্রাসী তাজুলের নেতৃত্বে, ইমন সহ আরো কয়েকজন মিলে সাংবাদিক লুৎফুজ্জামান কে লক্ষ্য করে চপাতি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। আমি ফিরাতে আমাকেও জখম করার জন্য এগিয়ে আসে। পরবর্তিতে আশপাশের লোজন চলে আসলে ওরা পালিয়ে যায়।


বিজ্ঞাপন

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিকা বলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি শোনার পরেই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ নিয়ে কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ: চলতি বছরের ৯ জানুয়ারী সন্ধ্যায় দুর্গাপুর পৌরশহরের পান মহালের কাছে এক পুলিশের উপ-পরিদর্শক মো, শফিকুল ইসলাম কিলার তাজুল সহ অন্যান্যরা কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় দুজনকে আটক করলেও পরবর্তিতে জামিনে বের হয়েই আবার সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। এরই প্রক্ষিতে ওই সাংবাদিককে মেরে ফেলার জন্য ন্যাক্কার জনক হামলা চালিয়েছে তারা।

👁️ 45 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *