সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শীতে আক্রান্ত হয়ে জেলের মৃত্যু

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম (শরণখোলা)  :  সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শীতে আক্রান্ত হয়ে মোশারেফ হাওলাদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কেওড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

নিহত জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের আ. হাকিম হাওলাদারের ছেলে। মৃত্যুর সময় একই নৌকায় ছিলেন তার বড় ভাই আলী হোসেন হাওলাদার।

সোনাতলা গ্রামের ভিলেজ টাইগার রেসপন্স টিমের (বিভিআরটি) দলনতো মো. জাকারিয়া হোসাইন জানান, কয়েকদিন ধরে জ¦রে ভুগছিলেন মোশারেফ। কিন্তু জীবিকার তাগিদে জ¦র নিয়েই ভাইয়ের সঙ্গে সুন্দরবনে মাছ ধরতে যান তিনি। বড় ভাইয়ের সামনেই ছোট ভাইয়ের মৃত্যু হয়। বনের মাছ ধরারত জেলেদের নিরপত্তায় নজদারি বাড়ানোর দাবি জানান তিনি।


বিজ্ঞাপন

নিহতের ভাই আলী হোসেন হাওলাদার জানান, বিকেলের দিকে শীতের তীব্রতা বাড়লে আরো অসুস্থ হয়ে পড়েন মোশারেফ। সন্ধ্যা ৬টার দিকে নৌকায়ই তার মৃত্যু হয়। স্ত্রী ও দুই ছেলে রয়েছে তার। ওইদিন রাতেই মোশারেফকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


বিজ্ঞাপন

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান বলেন, শীতজনিত কারণে জেলে মোশারেফের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা দুই ভাই আমাদের স্টেশন থেকে পাস নিয়ে বনের কেওড়াবুনিয়া খালে মাছ ধরতে গিয়েছিলেন।##

👁️ 386 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *