
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কর্তৃক প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে একদিনের ফাস্ট এইড এন্ড CPR প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনায় শিক্ষার্থীদের ইতিবাচক দিক নির্দেশনা ছাড়াও মৌলিক ধারণা দেওয়া হয়। যা চিকিৎসা সেবায় ব্যাপক অগ্রগতির পথ সুগম হবে।

২১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টার দিকে আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার রামপুরা শাখার আয়োজনে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে রামপুরাস্থ আল কাদেরীয়া রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও রাহবার সিটির চেয়ারম্যান মাওলানা কাজী মোঃ জসিম উদ্দিন নূরী।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের সিনিয়র শিক্ষক ডাঃ মোঃ রাইসুল ইসলাম আশিক, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, , দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ,দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন নিবার্হী মোঃ কামাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান, রাহবার সিটির পরিচালক অর্থ কাজী মোঃ তৈয়ব আলী।

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের
চিফকোর্স কো-অডিনেটর মোঃ আমিনুল ইসলাম বুলবুল এর সার্বিক তত্ত্বাবধানে ও হাবিবা সামাদ বিমার সঞ্চালনায় অনুষ্ঠানের সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মিজানুর রহমান। সহযোগিতায় ছিল, ইলমা আক্তার , মোঃ গোলাম রাব্বী, সাহিদুল ইসলাম আরিফ ও মোঃ আকাশ সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে দেশের সকল গ্রাম ডাক্তার /প্রাথমিক চিকিৎসক দের ভুমিকা নিয়ে আলোচনা করা হয়, মহামারি সময় প্রাথমিক চিকিৎসকগণ নিজের জীবন বাজি রেখে সেবা দিয়েছেন , তখন একমাত্র ভরসা ছিলো গ্রাম ডাক্তার প্রাথমিক চিকিৎসকগণ।
প্রত্যন্ত অঞ্চলের একজন প্রাথমিক চিকিৎসক এর প্রয়োজন কতটা একমাত্র গ্রামের মানুষরাই জানেন,গভীর রাতে, ঝড় বৃষ্টিতে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন প্রাথমিক চিকিৎসকরা।প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য রিফ্রেসার্স ট্রেনিং এর ব্যবস্থা করা হলে গ্রামের মানুষ আরও ভালো সেবা পাবে বলে সরকারের কাছে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি ও সদস্যগণ আহবান জানান। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথির বক্তব্য শেষে সভাপতি সকল প্রাথমিক চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
