
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর ২২ নভেম্বর সোমবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব এডভোকেট কাজী আবুল খায়ের, আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান বেনা, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল্লাহ শেখ, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, পৌর বিএনপি নেতা হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা এম এম মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কে এম বাবর বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি।” তিনি আরও জানান যে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোপালগঞ্জ-২ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

তিনি আরো বলেন মনোনয়ন বঞ্চিত একজন প্রার্থী বিভিন্ন গুজব ছড়াচ্ছেন আপনারা গুজবে কান দেবেন না। এসময় তিনি দৃঢ়তার সাথে বলেন নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হলে গোপালগঞ্জ দুই আসন থেকে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

এ সভায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
